Thursday, September 14, 2017

HTC মোবাইল কোম্পানি এইবার কিনেছে গুগল

তাইওয়ানভিত্তিক ডিভাইস নির্মাতা এইচটিসি কিনছে গুগল। এ নিয়ে উভয় প্রতিষ্ঠানের মধ্যে আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এইচটিসির আংশিক বা পুরো ব্যবসায় কিনতে কী পরিমাণ অর্থ পরিশোধ করতে হবে, সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি।
বৈশ্বিক স্মার্টফোন বাজারে তীব্র প্রতিযোগিতার মুখে টানা কয়েক প্রান্তিক ধরে লোকসানে রয়েছে এইচটিসি করপোরেশন। ডিভাইস বাজারে ভার্চুয়াল রিয়েলিটি (ভিআর) হেডসেট দিয়ে ভালো ব্যবসায় করলেও, পিছিয়ে পড়েছে স্মার্টফোন বিক্রির দিক থেকে। সব কিছু মিলিয়ে বাধ্য হয়ে আংশিক বা পুরো বিক্রি হওয়ার উপায় খুঁজছে এইচটিসি।
এইচটিসি গত পাঁচ বছরে ৭৫ শতাংশ বাজারমূল্য হারিয়ে বর্তমান বাজারমূল্য দাঁড়িয়েছে ১৭৮ কোটি ডলার। সর্বশেষ কয়েক প্রান্তিক উচ্চপ্রযুক্তির ভিআর হেডসেট দিয়ে ব্যবসায় টিকিয়ে রাখার চেষ্টা করলেও সফলতা পায়নি। গুগল এইচটিসি অধিগ্রহণের ফলে মোবাইল ডিভাইস হার্ডওয়্যার খাতে ব্যবসায় সম্প্রসারণ সহজ হবে।
গুগলের জনপ্রিয় অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম চালিত ডিভাইস দিয়ে স্মার্টফোন বাজারে জমজমাট ব্যবসা করছে স্যামসাং ও হুয়াওয়ের মতো প্রতিষ্ঠানগুলো। গুগল প্রতি বছর এক বা দু’টি করে অ্যান্ড্রয়েড ফোন উন্মোচন করে আসছে। এসব ডিভাইস তৃতীয় পক্ষের ডিভাইস নির্মাতাদের মাধ্যমে তৈরি করে প্রতিষ্ঠানটি।
এর আগে ডিভাইস বাজারে ব্যবসা জোরদারের লক্ষ্যে ২০১১ সালে এক হাজার ২৫০ কোটি ডলারে মটোরোলা মোবিলিটি অধিগ্রহণ করেছিল গুগল। এর নিয়ন্ত্রণে কয়েকটি হ্যান্ডসেটও উন্মোচন করেছিল মটোরোলা; কিন্তু ডিভাইসগুলো খুব একটা সাড়া ফেলতে পারেনি। অবশেষে ২০১৪ সালে লেনোভোর কাছে ২৯০ কোটি ডলারে মটোরোলাকে বিক্রি করে দিয়েছিল গুগল।
প্রযুক্তি বিশ্লেষকদের তথ্য মতে, এইচটিসির ফোন ব্যবসায় এখনো ইতিবাচক পর্যায়ে রয়েছে। প্রতিষ্ঠানটির নতুন স্মার্টফোন ইউ১১ ভালো সাড়া ফেলেছে। এ ছাড়া গুগল পিক্সেল ২ স্মার্টফোনের পরবর্তী উৎপাদনকারী হতে যাচ্ছে এইচটিসি। আগামী ৫ অক্টোবর এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।

Labels:

Tuesday, September 12, 2017

Rongbaz (2017) movie link......hall flim+clier sound.....রংবাজ (২০১৭) নতুন বাংলা মুভি+হল ফ্লিম+ক্লিয়ার সাউন্ড+ক্লিয়ার স্কিন+ইউটিউব লিংক

[+h]আসসালামুয়ালাইকুম   ।   আপনারা সবাই কেমন আছেন। আশাকরি ভালই আছেন। আমিও ভালো আছি। আপনাদের জন্য নিয়ে আসলাম এই ঈদের নতুন মুভি
 [+h]রংবাজ(২০১৭)
অভিনয়ে : শাকিব খান, বুবলি, অমিত হাসান,  শিবা ও আরো অনেকেই।।।।।

আশাকরি হল থেকে ভিডিও করা হলেও ভালো লাগবে

ইউটিউব লিংক : রংবাজ (২০১৭) মুভি লিংক

ইন্ডিসেয়ার লিংক  : 

Labels:

Saturday, September 9, 2017

এইবার রুট করুন আপনার শখের এন্ড্রুইড ফোন (5.0-)

আসসালামু আলাইকুম

 আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন,আমিও ভালো আছি।
আজকে দেখাবো কিভাবে আপনি আপনার প্রিয় Android মোবাইল Root করবেন।
Root সম্পর্কে কম বেশি সবাই জানেন।তাই এতো বিস্তারিত না লিখে সরাসরি কাজে যাই।
প্রথমেই বলে রাখি আপনি Root করতে গিয়ে আপনার মোবাইলে কোন সমস্যা বা ব্রিক হয়ে গেলে আমি দায়ি না,ঠিক মতো বুঝে কাজ করলে কোন সমস্যা হবেনা আশা করি আর যারা Root করাকে অনেক ঝামেলা বা মনে করেন Root করলে মোবাইল নষ্ট হয় তারা root থেকে দুরে থাকুন।

এটা জানা গুরুত্বপূর্ণ যে KingRoot
সব ধরনের ডিভাইসে কাজ করে না।
Root করার আগে একবার পড়ুন:
[*] অ্যান্ড্রয়েড 2.3 থেকে 5.1 version এর Device গুলি Root হবে।
[*] ওয়ারেন্টিটি অকার্যকর হতে পারে।
নিচ থেকে Kingroot এর Latest version Download করে নিন
রুট করার আগে মোবাইলে full charge or 50% এর বেশি charge করে নিন।
root হওয়ার সময় ভুলেও মোবাইল বন্ধ করবেন না বা যাতে না হয় সেইদিকে লক্ষ্য রাখবেন।
s.s.

1.


Step 1: On your Android Device, Open
Settings > Security > Device Administration
> Unknown Source (tick to enable it).
Step 2: Download and install KingRoot APK
on your Android Device.
Step 3: Once Installation is completed, you
will be able to see the following icon in the
Launcher Menu:
Step 4: Tap on the KingRoot Icon to Open
it. Once KingRoot Application is launched
you will be able to see the following
screen:
Step 5: Now, Tap on the Start Root Button
to begin the root process.
Step 6: Now, KingRoot will start the rooting
process.
Step 7: Within a minute or two you will be
able to see the Big Green Tick, which
signifies that your device is rooted
successfully.
Step 8: Restart your Android Device.
সবাই ভালো থাকবেন,,আর কোনো সমস্যা হলে কমেন্টে জানাবেন।

ধন্যবাদ।

Labels:

(হট পোস্ট) এইবার ইমু চালান মেসেঞ্জারের মতো

আসসালামুয়ালাইকুম

আপনারা সবাই কেমন আছেন। আশা করি ভালোই আছেন

তো আবার আসলাম নতুন একটি পোস্ট নিয়ে

আপনারা ইমু ব্যবহার করতে পারবেন মেসেঞ্জার এর মতো

আপনারা সবাই হয়তো ইমু কিংবা ইমু বেটা এর সাথে পরিচিত। ইমু আপডেট হলেও এতে নতুন কোনো ফিচার যোগ হয় না। কিন্তু ইমু বেটা তে সবসময় নতুন কিছু যোগ হয়। তো এই নতুন আপডেট এ ফেসবুক মেসেঞ্জার এর মতো স্টোরি সেয়ার করার অপসন যোগ হইসে। যা ধারা আপনি আপনার কোনো চবি সেয়ার করতে পারবেন মেসেঞ্জার এর মতো
এর জন্য যারা ইমু বেটা ব্যবহার করেন তারা আপডেট দিন।  আর যারা ইমু ব্যবহার করেন তারা ইমু বেটা ইন্সটল দিন

Labels:

Friday, September 8, 2017

মুসলিমদের জন্য চরম একটি পোস্ট

আসসালামুয়ালাইকুম। এটা আমার প্রথম পোস্ট। আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটি চরম এপ্স।
নাম : Real Tasbeh Counter
কাজসমুহ :  এই এপস টি দিয়ে আপনারা তসবিহ হিসেবে ব্যবহার করতে পারবেন
ডাউনলোড লিনক

ভালো থাকবেন।  আর কিরকম পোস্ট চান দয়া করে কমেন্ট করে জানাবেন। 

Labels: