Thursday, September 14, 2017

HTC মোবাইল কোম্পানি এইবার কিনেছে গুগল

তাইওয়ানভিত্তিক ডিভাইস নির্মাতা এইচটিসি কিনছে গুগল। এ নিয়ে উভয় প্রতিষ্ঠানের মধ্যে আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এইচটিসির আংশিক বা পুরো ব্যবসায় কিনতে কী পরিমাণ অর্থ পরিশোধ করতে হবে, সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি।
বৈশ্বিক স্মার্টফোন বাজারে তীব্র প্রতিযোগিতার মুখে টানা কয়েক প্রান্তিক ধরে লোকসানে রয়েছে এইচটিসি করপোরেশন। ডিভাইস বাজারে ভার্চুয়াল রিয়েলিটি (ভিআর) হেডসেট দিয়ে ভালো ব্যবসায় করলেও, পিছিয়ে পড়েছে স্মার্টফোন বিক্রির দিক থেকে। সব কিছু মিলিয়ে বাধ্য হয়ে আংশিক বা পুরো বিক্রি হওয়ার উপায় খুঁজছে এইচটিসি।
এইচটিসি গত পাঁচ বছরে ৭৫ শতাংশ বাজারমূল্য হারিয়ে বর্তমান বাজারমূল্য দাঁড়িয়েছে ১৭৮ কোটি ডলার। সর্বশেষ কয়েক প্রান্তিক উচ্চপ্রযুক্তির ভিআর হেডসেট দিয়ে ব্যবসায় টিকিয়ে রাখার চেষ্টা করলেও সফলতা পায়নি। গুগল এইচটিসি অধিগ্রহণের ফলে মোবাইল ডিভাইস হার্ডওয়্যার খাতে ব্যবসায় সম্প্রসারণ সহজ হবে।
গুগলের জনপ্রিয় অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম চালিত ডিভাইস দিয়ে স্মার্টফোন বাজারে জমজমাট ব্যবসা করছে স্যামসাং ও হুয়াওয়ের মতো প্রতিষ্ঠানগুলো। গুগল প্রতি বছর এক বা দু’টি করে অ্যান্ড্রয়েড ফোন উন্মোচন করে আসছে। এসব ডিভাইস তৃতীয় পক্ষের ডিভাইস নির্মাতাদের মাধ্যমে তৈরি করে প্রতিষ্ঠানটি।
এর আগে ডিভাইস বাজারে ব্যবসা জোরদারের লক্ষ্যে ২০১১ সালে এক হাজার ২৫০ কোটি ডলারে মটোরোলা মোবিলিটি অধিগ্রহণ করেছিল গুগল। এর নিয়ন্ত্রণে কয়েকটি হ্যান্ডসেটও উন্মোচন করেছিল মটোরোলা; কিন্তু ডিভাইসগুলো খুব একটা সাড়া ফেলতে পারেনি। অবশেষে ২০১৪ সালে লেনোভোর কাছে ২৯০ কোটি ডলারে মটোরোলাকে বিক্রি করে দিয়েছিল গুগল।
প্রযুক্তি বিশ্লেষকদের তথ্য মতে, এইচটিসির ফোন ব্যবসায় এখনো ইতিবাচক পর্যায়ে রয়েছে। প্রতিষ্ঠানটির নতুন স্মার্টফোন ইউ১১ ভালো সাড়া ফেলেছে। এ ছাড়া গুগল পিক্সেল ২ স্মার্টফোনের পরবর্তী উৎপাদনকারী হতে যাচ্ছে এইচটিসি। আগামী ৫ অক্টোবর এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home