Wednesday, August 31, 2022

বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (brtc) এ বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি - ২৬/০৯

Labels:

Tuesday, September 21, 2021

আজ আমার জন্মদিন

Imam Hossain
Image Date : 16/12/2017

সবাইকে পড়ার অনুরোধ রইলো,,


প্রথমে ধন্যবাদ আমার সৃষ্টিকর্তাকে যিনি আমাকে পৃথিবীর শ্রেষ্ঠ জীব হিসাবে সৃষ্টি করার জন্য।


 এই পৃথিবীতে এমনি একটি দিনে আমি এসেছিলাম, আজ সেই দিন (যদিও একদিন কেটে গেছে)। আমি নিজেও এ বিষয়ে অবহিত যে জগতের লক্ষ কোটি মানুষের এই পথচলায় আমার অতি ক্ষুদ্র আমি টির পৃথিবীতে আগমন বা প্রস্থানে কোন ভাবেই আলাদা কোন গুরুত্ব বহন করে না (পরিবারের সদস্য ছাড়া)! 

 


- তবু জানতে ইচ্ছে করে... সত্যি, আমাকে দিয়ে কোন কাজ হয়েছে কারো? আকাশে, বাতাসে, মেঘলা দুপুরে হঠাত বৃষ্টি আমার বাঁশীতে জেগেছে কি সুর, নতুন সৃষ্টি? জীবন হে তুমি, আর কত খেলা খেলতে পারো? জীবন তুমি কি সবুজাভ বনে, পাথুরে পাহাড়?নক্ষত্রের ছায়াপথে তুমি ধোঁয়াসা ঝালর?।  কতটা সময় বহতা আমার ভাঙ্গনের পার? আর কতদিন এ খেলার পালা, সন্ধ্যা আলোর?

 

 

- তা যাই হোক। জীবন থেকে আরো একটি বছর চলে গেলো, হায়াত এর আরো একটি বছর কমে গেলো, দিন যাচ্ছে বয়সের পাল্লা ভারী হচ্ছে আমলের পাল্লা পাতলা হচ্ছে।  প্রতিটা সেকেন্ডে এগিয়ে যাচ্ছি মৃত্যুর দিকে । মোট হিসেবে একবছর কাছে চলে এলো মৃত্যু ।  আল্লাহ যেনো আমাকে নেক আমল করা ও বাবা মা র কথা মতো চলার তৌফিক দান করেন।

 

 

- এখনও মাঝে মাঝে ভাসে ওই স্মৃতিটি। ছোটবেলার ওই দিনগুলো ছিল খুব বেশি স্পেশাল। নস্টালজিক হয়ে যাই আমি, যখনই মনে পড়ে ওই দিনগুলোর কথা(খুব বড় হইনি কিন্তু ভাবনা তো ৭৩০৬ দিনের)


- নিত্য নৈমেত্তিক জীবন যাপনের মত আজকে আমার জন্মদিন বলে খুব একটা আলাদা দিন কাটে নি ! একদম সাধারন দিনগুলোর মতই গেছে । ইসলামে আনুষ্ঠানিক ভাবে কেক কাটারও রেওয়াজ নেই । এই আম্মা একটু ভাল মন্দ রান্না করেন আমাদের জন্য আরকি !


- কোন গিফট পাই না , তোড়া তোড়া ফুলের শুভেচ্ছাও নয় !


- তারপরেও একাকী খুশিই থাকি সারাদিন ।


- জন্মানোর তারিখ টা মনে হয় সবার কাছেই অনেক প্রিয় হয় এবং দিনটাকে একান্তই নিজের মনে হয় !


- বাস্তবতায় কিছু বড় ভাই ও ছোট ভাই আর কয়েকজন বন্ধু ছাড়া কেউ শুভেচ্ছা জানায়নি । আর ফেসবুকের কথা বাদ দিলাম ! যেখান এক ক্লিকে বন্ধু হয় আর তিন ক্লিকে বন্ধুর লিষ্ট থেকে মুছে যায় ,সেখানকার বন্ধুত্বের কইবা আর মূল্য ! (ফেসবুকে পরিচিত একজন প্রিয় বন্ধুর মেসেজ পাইনি তাই) 

 

 

- তবে ফেসবুক থেকে অনেক অনেক ভাল কিছু বন্ধু পেয়েছি যাদের কখনো ভোলা যাবে না । 

 

- তারপরও ফেসবুকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে পুরো দেয়াল ঢেকে ফেলেছে বন্ধু, বড় ভাই ও ছোট ভাইগন । তাদের অনেক ধন্যবাদ❤️

 


- আমি সত্যিই ধন্য। আমি কৃতজ্ঞ আমার চেনা অচেনা মানুষদের প্রতি। অনেক বন্ধুই শুভেচ্ছা জানিয়েছেন, দোয়া করেছেন এ জন্য ধন্যবাদ ।আল্লাহ সকলকে উত্তম প্রতিদানে ভুষিত করুন ।


সবশেষে বলব 


- জম্মদিনে দোয়া চাই

যত দিন বাঁচি

থাকি যেনো স্রষ্টা আর

সৃষ্টির কাছাকাছি।


সবাই আমার জন্য দোয়া করবেন, মানুষ মানুষের জন্য, আল্লাহ যেনো সকলকে সৎ ও আদর্শবান মানুষ হিসাবে গড়ে তোলে। 


আজ ব্লগারকে জীবন ডাইরি হিসাবে মন খুলে লিখলাম, কিছু উক্তি অন্যদের থেকে নেওয়া, আর যা লিখেছি তা নিজের বাস্তবতা, বাস্তব ক্ষমতা মোহে  মানুষ অনেক ভুল করে, আমিও অনেক ভুল করেছি সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন ও মাফ করে দিবেন, এবং ছোট হিসাবে উপদেশ দিবেন ভালোভাবে চলার জন্য,


আরো লিখতাম কিন্তু বড় হয়ে যাবে। ৪৮০ শব্দে কারো মনের  কথা লিখা সম্ভব নয়। যতটুকু পেরেছি ছোট করেছি, 


সবাইকে ধন্যবাদ এতো কষ্ট করে পড়ার জন্য❤️

Sunday, November 22, 2020

Freefire Gameplay। Try To Play PC


আসসালামুআলাইকুম

কেমন আছেন আপনারা সবাই, আজ ৩ বছর পর আপনাদের জন্য নিয়ে আসলাম আমার নিজের খেলা ফ্রিফায়ার গেমপ্লে, আশা করি মজার মাধ্যমে নিবেন

<iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/talmwDyk2j4" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen></iframe>

Thursday, February 22, 2018

ডাউনলোড করে নিন মিনি মিলিশিয়া এর মোড করার জন্য একটি এপ [no root/root]

আসসালামুয়ালাইকুম
 অনেক দিন পর একটা পোষ্ট নিয়ে হাজির হলাম। আমরা অনেকেই মিনি মিলিশিয়া গেমটি খেলি। আমরা মজা করার জন্য হয়তো বিভিন্ন ধরনের মোড ভার্শন ডাউনলোড করি। কিন্তু এখন আর তা লাগবে না। ৪ মেগাবাইট এর এপ দিয়ে করুন ৪০ এরও অধিক মোড তাও আবার একসাথে। আর বকবক করব না লিংক থেকে ডাউনলোড করে নিন।
ডাউনলোড করুন
ওয়েবসাইট এ সমস্যা এর কারনে স্কিনসর্ট দিতে পারলাম না
ভালো থাকবেন
ফেসবুকে আমি

Thursday, November 23, 2017

পোষ্ট করার জন্য HTML ও BB কোড

বিসমিল্লাহির রাহমানির রাহিম
আসসালামুআলাইকুম
আজকের পোস্টের বিষয়ঃ
আমাকে ফেসবুকে অনেকেই অনুরোধ করেছে হোসেন ইনফো  সকল Html Code দিতে। এমনকি ফেসবুকেও অনেকেই রিকুয়েস্ট করেছে। যার ফলে আমাকে এই পোস্ট করতেই হচ্ছে।
আশা করি এই পোস্টটি সকলের কাজে আসবে। তাই দেরি না করে, চুপ করে পোস্টটা পড়ে নিন। কারণ কথা কম কাজ অনেক বেশি।
তাহলে নিচ থেকে সকল Html Code গুলো দেখে নিন।
Paragraph লেখার জন্য নিচের কোডটিঃ
</p><br />
<p>আপনার Paragraph</p><br />
<p>
Result:
আপনার লেখা
লেখা শুরু করার জন্য নিচের কোডটিঃ
<br />আপনার লেখা
Result:
আপনার লেখা
লাইনের মাঝে ব্রেক দেবার জন্য নিচের কোডটিঃ
আপনার<br />লেখা
Result: আপনার
লেখা
লেখা বোল্ড করার জন্য নিচের কোডটিঃ
<b>আপনার লেখা</b>
Result: আপনার লেখা
লেখা ইটালিক করার জন্য নিচের কোডঃ
<i>আপনার লেখা</i>
Result: আপনার লেখা
লেখা Deleted (অর্থাৎ লেখার মধ্যে দাগ দেয়ার জন্য) নিচের কোডঃ
<del>আপনার লেখা</del>
Result: আপনার লেখা
বড় করে লেখার জন্য নিচের কোডঃ
<big>আপনার লেখা</big>
Result: <big>আপনার লেখা</big>
ছোট করে লেখার জন্য নিচের কোডঃ
<small>আপনার লেখা</small>
Result: <small>আপনার লেখা</small>
লেখা Subscript করার জন্য নিচের কোডঃ
আপনার লে<sub>খা</sub>
Result: আপনার লে খা
লেখা Superscript করার জন্য নিচের কোডঃ
আপনার লে<sup>খা</sup>
Result: আপনার লে<sup>খা</sup>
লেখায় লিংক দেয়ার জন্য নিচের কোডঃ
<a href="আপনার লিংক">আপনার লেখা</a>
Result: হোসেন ইনফো ভিজিট করুন
লেখা টেবল করে লেখার জন্য নিচের কোডঃ
</p><br />
<table>আপনার লেখা</table><br />
<p>
Result:
আপনার লেখা
লেখা মাঝে, বামে এবং ডানে লেখার জন্য নিচের কোডঃ
</p><br />
<p align="center/left/right">আপনার লেখা</p><br />
<p>
বি.দ্রঃ উপরের কোডে center, left & right যেকোনো একটি দিবেন। মাঝে রাখতে center, বামে রাখতে left এবং ডানে রাখতে right.
Result:
আপনার লেখা
লেখায় হেডিং দিতে নিচের কোডঃ
</p><br />
<h1>আপনার লেখা</h1><br />
<p>
বি.দ্রঃ h1, h2, h3, h4, h5 & h6 এগুলোর যেকোনো একটি ব্যবহার করুন। h1 হলো সবচেয়ে বড় দেখাবে এবং h6 দ্বারা সবচেয়ে ছোট দেখাবে।
Result:
</p><br/><h1>আপনার লেখা</h1><br/><p>
লেখা কালার করার জন্য নিচের কোডঃ
<font color="আপনার কালার কোড">আপনার লেখা</font>
Result: <font color="c4ff0000">আপনার লেখা</font>
লেখাকে strong দেখাতে নিচের কোডঃ
<strong>আপনার লেখা</strong>
Result: আপনার লেখা
লেখা আন্ডারললাইন করার জন্য নিচের কোডঃ
<u>আপনার লেখা</u>
Result: আপনার লেখা
লেখা মার্ক (লেখার background হলুদ) করার জন্য নিচের কোডঃ
<mark>আপনার লেখা</mark>
Result: আপনার লেখা
লেখায় border সহ এবং কালার করে লিংক দিতে নিচের কোডঃ
</p><br /><div class='code-block code-block-1' style='margin: 8px 0;clear: both'>  <ins class="adsbygoogle" style="text-align:center"></ins></div><br />
<div align="center" style="padding:10px;background: blue;border:10px solid #eaeaea"><a href="আপনার লিংক"><font color="white"><b>Click Here</b></font></a></div><br />
<p>
Result:
Click Here To Visit HOSENinfo
আর শেষ আরেকটা কোড হলো, কিভাবে কমেন্টে বোল্ড, ইটালিক, কালার সিস্টেম এবং বড় করবেন।
<b><i><font color="color code"><font size="your text size">আপনার লেখা
Result: আপনার লেখা
তো আশা করি পোস্টটা সঠিকভাবে বুঝাতে পেরেছি। আর যদি না বুঝেন তাহলে একটু টাইপ করে একটি কমেন্ট করবেন।
তারপরেও না বুঝলে আমাকে ফেসবুকে একটি মেসেজ দিয়েন।

Monday, November 20, 2017

Robi er 2017 year er best offer

আসসালামু আলাইকুম
হ্যালো বন্ধুরা সবাই কেমন আশা করি সবাই অনেক ভাল আছেন |
তো বরাবরের মতো আজকেও একটি দারুন কিছু নিয়ে হাজির হলাম তো চলুন দেরি না করে কাজে চলে যাই |
রবি 3জি একটিভ করতে Dial
*666*1#
.
রবি 3জি ডিএকটিভেট করতে Dial *666*2# .
যেভাবে রবিতে ৩জি স্পীড সহ ডাটা কিনবেন
প্রথমে : Dial *666*1#
.
তারপর: নিম্নের যেকোন ৩জি প্যাকেজ কিনুন রবি
৩জি ইন্টারনেট প্যাকেজ। .
25MB 1Day Recharge
6Tk
.
7MB 1Day 2.44Tk Dial
*8444*4#
.
45MB 1Day 12.18Tk Dial *8444*21#
.
150MB 7Days 29.22Tk Dial *8444*2007#
.
2GB 7Days 120.53Tk
Dial *123*0099#
.
100MB 10Days 23.13Tk Dial *8444*10019#
.
175MB 10Days 40.18Tk Dial *8444*0175#
.
120MB 28Days 46.87Tk Dial *8444*100# or
Recharge 46Tk
.
300MB 28Days 91.31Tk Dial *8444*250#
.
600MB 28Days
170.45Tk Dial
*8444*0600#
.
1GB 28Days 213.06Tk
Dial *8444*500# or Recharge 209Tk
.
2GB 28Days 322.15Tk
Dial *8444*85# or
Recharge 316Tk
.
রবি আনলিমিটেড মেয়াদের প্যাকেজ সমূহ।
.
350MB Unlimited
Validity 120.53TK Dial
*123*99# or Recharge 124Tk
.
1GB Unlimited Validity
242.38Tk Dial
*123*199# or Recharge 244Tk
.
2GB Unlimited Validity
364.03Tk Dial
*123*299# or Recharge 364Tk
.
রবি নাইট টাইম প্যাকেজ সমূহ।
.
1GB Night (Usable
12AM-10AM) 3Days
36.3Tk Dial *123*025#
.
1GB Night (Usable
12AM-10AM) 3Days
23.13Tk Dial
*8444*31990#
.
2GB Night (Usable
12AM-10AM) 3Days
35.31Tk Dial
*123*0239#
.
রবি সোশ্যাল এবং ভিডিও প্যাক।
.
100MB Viber Free day
Only Available on
Friday.12AM–4PM Dial
*8444*000100#
.
25MB Viber imo
Whatsapp 1Day 1.22Tk Dial *8444*0101#
.
20MB Facebook +Viber 1Day 2.44Tk Dial
*8444*202#
.
20MB FB Imo 1Day
2.44Tk Dial
*8444*203#
.
20MB FB Whatsapp
1Day 2.44Tk Dial
*8444*0102#
.
40MB Facebook
+Messenger 1Day
4.87Tk Dial *8444*04#
.
40MB Whatsapp 1Day
4.87Tk Dial *8444*06#
.
40MB Video Pack 1Day
4.87Tk Dial *8444*140#
.
80MB FB,FB
Messenger,Whatsapp
7Days 6.09Tk Dial
*8444*080#
.
250MB FB,FB
Messenger,Whatsapp
28Days 12.18Tk Dial
*8444*0250#
.
100MB Video Pack 1Day 12.18Tk Dial
*8444*110#
.
2GB Video Pack [1024
(24hrs access)+
1024(1am to 4pm
access)] 30Days
182.63Tk Dial
*8444*2150#
আজকে এই পর্যন্তই আগামীতে আরো নতুন কিছু নিয়ে হাজির হবো ইনশাল্লাহ সবাই ভালো থাকুন থাকুন HOSENinfo সাথে ধন্যবাদ |

রবি এর সোসাল প্যাক ব্যবহারকারি দের জন্য দারুন অপার

সবাই কেমন আছেন আপনারা আশা করি সবাই অনেক ভাল আছেন
আজকে আপনাদের সামনে একটি দারুন অফার নিয়ে হাজির হলাম আমি হোসে

যারা রবি সিম দিয়ে সোশাল প্যাক দিয়ে সবকিছু চালান তাদের জন্য একটি দারুন অফার চলুন দেখি কি অফার

নিয়ে নিন মাত্র 12 টাকায় 250 এমবি ইন্টারনেট এই সুপারহিট অফারটি পেতে ডায়াল করুন *8444*0250#
যার মেয়াদ 28 দিন এবং এমবি চেক করতে ডায়াল করুন *8444*88# এই দুর্দান্ত অফার টা সবাই পাবেন ইনশাল্লাহ